আবার গরম পড়বে নাকি বৃষ্টি পূর্বাভাস দিল হাওয়া অফিস




গত শুক্রবার থেকে অনবরত বৃষ্টি চলছে। ফলত জলমগ্ন হয়ে রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাই। ব্যাহত হয়েছে যান চলাচলও। সোমবার রাত থেকে বৃষ্টির পরিমাণ কমলেও এখনই মুক্তি নেই বৃষ্টি থেকে। এমনই জানাচ্ছে হাওয়া অফিস। কয়েক দিন যাবৎ অনবরত বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। তাই রাজ্যবাসীও আর বৃষ্টি চাইছে না। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই রেহাই পাওয়া যাবে না এই বৃষ্টি থেকে। সোমবার থেকে নিম্নচাপটি দুর্বল হয়ে পড়েছে।


কিন্তু আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ভাবে বৃষ্টি চলবে। সঙ্গে সেই হাঁসফাঁস করা গরমও পড়তে বলে জানা গিয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে রোদও উঠবে। ফলত আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গত কয়েক দিন অনবরত বৃষ্টির ফলে মহাত্মা গাঁধী রোড, মুক্তারাম বাবু স্ট্রিট, ইস্টার্ন বাইপাস, খিদিরপুর এলাকায় জল জমে যায়। বেশ কিছু এলাকায় গাছ পড়ে গিয়ে যান চলাচল ব্যাহতও হয়েছে।

আবার গরম পড়বে নাকি বৃষ্টি পূর্বাভাস দিল হাওয়া অফিস আবার গরম পড়বে নাকি বৃষ্টি পূর্বাভাস দিল হাওয়া অফিস Reviewed by aa on জুলাই ২৪, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.