পিটিআই দলের প্রধান ইমরান খান পাকিস্তানের সাধারণ নির্বাচনে জিতে ভারত সঙ্গে সম্পর্ক বিষয়ে জানিয়েছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি করতে উদ্যোগ নেবে তার সরকার। এছাড়াও তিনি কাশ্মীরের সমস্যা সমাধানের কথা বলতে গিয়ে বলেন ভারত যদি কাশ্মীরের সমস্যা সমাধানে এক পদক্ষেপ এগিয়ে থাকে তাহলে পাকিস্তান এগোবে দুই পদক্ষেপ । কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনা ভারতে সঙ্গে আলোচনা করতে চান ইমরান। তবে, প্রাক্তন পাক অধিনায়ক এ দিন ভারতীয় সংবাদমাধ্যমের তীব্র কটাক্ষ করে জানান তাঁকে ভারতীয় সংবাদমাধম ভিলেন বানিয়ে ছেড়েছে।
এই সময়ের পাক নির্বাচনের ফলাফল-
- পিটিআই- ১২০
- পিএমএল (এন)- ৬১
- পিপিপি- ৪০
- এমএমএ- ৮
- এমকিউএম- ৮
কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান সম্পর্কে কি মন্তব্য করলেন ইমরান খান জানুন
Reviewed by aa
on
জুলাই ২৬, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই: