কোনও বানানো ঘটনা নয়। সত্যিই আকাশ থেকে নেমে আসা রক্তবর্ণের বৃষ্টিধারায় ভিজে গেল একটি অঞ্চলের পথঘাট। আকাশ থেকে রক্তবৃষ্টি! ঠিক যেন কোনও হরর ছবির দৃশ্য। কিন্তু কোনও বানানো ঘটনা নয়। সত্যিই আকাশ থেকে নেমে আসা রক্তবর্ণের বৃষ্টিধারায় ভিজে গেল সাইবেরিয়ার একটি অঞ্চলের পথঘাট।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘লাইভ সায়েন্স’-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনা বেশ কয়েকদিন আগের। গত ৩ জুলাই সেখানে এমনই রক্তবৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পিছনে যাঁরা আধিভৌতিক কারণ খুঁজছেন, তাঁদের জানানো যাক সত্যিটা কিন্তু একেবারে আলাদা। আসলে যেখানে ওই বৃষ্টি হয়েছে, সেখানে সেই জায়গায় একটি ফ্যাক্টরি ছিল।
সেখানে একটি বড় পাত্রে ছিল মরচে পড়া আবর্জনা। পাত্রটির মুখ খোলা ছিল। এর পরে জোরে হাওয়া বইতে শুরু করলে সেই মরচে পাত্র থেকে বেরিয়ে হাওয়ায় উড়তে শুরু করে। সেই সময় আকাশ থেকে নেমে আসা বৃষ্টিধারায় ওই লাল রং মিশে সৃষ্টি হয় যে বৃষ্টি তাকেই সবাই ভেবে বসে রক্তবৃষ্টি! দেখে নিন সেই বৃষ্টির ভিডিও।
আকাশ থেকে নেমে এল রক্তবৃষ্টি! লালে লাল পথঘাট, দেখুন ভিডিও
Reviewed by aa
on
জুলাই ২০, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: