১৯৯৭ সালে ‘জুড়য়া’য় সলমন খান যে চরিত্রে অভিনয় করেছিলেন, ২০১৭-এ তাতে বরুণ ধবন যে জমিয়ে দিয়েছেন, তাতে কোনও সন্দেহ নেই। এবং প্রথম ছবির দুই নায়িকা, করিশ্মা কপূর ও রম্ভার জায়গায় বেশ মানিয়েছিল জ্যাকলিন ও তাপসী পন্নুকেও।

ডেভিড ধবন পরিচালিত ‘জুড়য়া ২’ (২০১৭)-কে প্রথম বলিউডের প্রথম সিকোয়েল ছবি না বলে বরং ‘রি-মেক’ বললেই ভাল হয়। প্রথমটির সঙ্গে দ্বিতীয়টির ব্যবধান পাক্কা ২০ বছর।
১৯৯৭ সালে ‘জুড়য়া’য় সলমন খান যে চরিত্রে অভিনয় করেছিলেন, ২০১৭-এ তাতে বরুণ ধবন যে জমিয়ে দিয়েছেন, তাতে কোনও সন্দেহ নেই। এবং প্রথম ছবির দুই নায়িকা, করিশ্মা কপূর ও রম্ভার জায়গায় বেশ মানিয়েছিল জ্যাকলিন ও তাপসী পন্নুকেও।
সলমন খান এখনও স্বমহিমায় বিরাজ করছেন সিলভার স্ক্রিনে। করিশ্মা কপূর অভিনয় জগৎ থেকে খানিক দূরে থাকলেও, লাইমলাইটে রয়েছেন। সে দিক থেকে বলতে গেলে, বলিউড থেকে যেন একেবারে বিদায় নিয়েছেন রম্ভা।
আর তাঁর সঙ্গেই হঠাৎ দেখা হয়ে গেল ‘দবং’ খানের। স্বাভাবিকভাবেই বেজায় খুশি হন দুই তারকাই। এবং সেই সংক্রান্ত বেশ কয়েকটি ছবিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন রম্ভা।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সলমান খান ও বেশ কয়েকজন বলি-তারকা ‘দা-বাং ট্যুর’ করছেন বর্তমানে। এবং এই মুহূর্তে তাঁরা রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আর সেখানেই সলমন খানের সঙ্গে দেখা করতে আসেন রম্ভা।


কোন মন্তব্য নেই: