সঠিক সময়ে বেতন না দেওয়ায় শিশুদের গুমঘরে বন্দী করল স্কুল। ৫ ঘণ্টা অভুক্ত তৃষ্ণার্ত থাকার পর উদ্ধার হল তারা।

বাবা মায়েরা সঠিক সময়ে বেতন দেননি। এই অপরাধে ১৬টি শিশুকে ৫ ঘণ্টা বেসমেন্টে আটকে রেখে ‘শিক্ষা’ দিল কিন্ডারগার্টেন স্কুল।
ঘটনা দিল্লির হজ কাজী অঞ্চলের একটি মেয়েদের কিন্ডারগার্টেন স্কুলের। গতকাল বেতন না দেওয়ার অপরাধে ১৬টি শিশুকে একটি বদ্ধ ঘরে আটকে রাখে স্কুল কর্তৃপক্ষ। খিদেয়-তৃষ্ণায় অসহায় শিশুরা কাঁদতে থাকলেও মন গলেনি তাদের। বীভৎস গরমে দমবন্ধ পরিবেশে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়ে।
জিয়া-উদ-দিন, এক আটক শিশুর অভিভাবক একটি জাতীয় গণমাধ্যমকে জানান, ‘‘আমার মেয়ের সমস্ত বকেয়া আগেও মিটিয়ে দিয়েছি। রসিদ দেখানোর পরেও কর্তৃপক্ষ ক্ষমা চায়নি।’’
জুভেনাইল জাস্টিস অ্যাক্ট-এর ৭৫ নং ধারায় স্কুলের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
বেতন ফাঁকি, শিশুদের গুমঘরে আটকে রাখল এই কিন্ডারগার্টেন স্কুল
Reviewed by aa
on
জুলাই ১১, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: