এক টিকিটেই সরকারি বাস, মেট্রো ও ফেরিতে চড়তে পারবেন কলকাতাবাসী, কীভাবে জেনে নিন




এবার এক টিকিটেই সরকারি বাস, মেট্রো ও ফেরিতে চড়তে পারবেন কলকাতাবাসী। তেমনই অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। যার পোশাকি নাম কলকাতা ট্রান্সপোর্ট কার্ড বা কেটিসি। ইতিমধ্যেই প্রস্তাবে সাড়া দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। লোকাল ট্রেনকেও অভিন্ন টিকিটের আওতায় আনতে, পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলকে প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবহন দফতর সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে কলকাতার সমস্ত সরকারি বাস ডিপো ও নির্দিষ্ট মেট্রো স্টেশনে মিলবে কেটিসি বা অভিন্ন পাস।

এক টিকিটেই সরকারি বাস, মেট্রো ও ফেরিতে চড়তে পারবেন কলকাতাবাসী, কীভাবে জেনে নিন এক টিকিটেই সরকারি বাস, মেট্রো ও ফেরিতে চড়তে পারবেন কলকাতাবাসী, কীভাবে জেনে নিন Reviewed by aa on জুলাই ২৫, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.